তাসকিনের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল বুলাওয়ে
                        
                            ঢাকা পোষ্ট
                        
                        
                        
                         প্রকাশিত: ২৮ জুলাই ২০২৩, ০৯:৫০
                        
                    
                জিম-আফ্রোতে উইকেট নেয়াকে রীতিমতো ডাল-ভাত বানিয়ে ফেলেছেন তাসকিন আহমেদ। যে কয়টা ম্যাচে একাদশে ছিলেন তার প্রায় সবগুলো ম্যাচেই প্রতিপক্ষ শিবিরে প্রথম আঘাত হেনেছেন এই পেসার। গতকালও এর ব্যাতিক্রম ছিল না। তাসকিনের দুর্দান্ত বোলিংয়ে ডারবান ক্যালান্দার্সকে অল্পতেই আটকে দিয়েছিল বুলাওয়ে ব্রেভস। তবে ব্যাটিং ব্যর্থতায় সেটাও ছুঁতে পারল না তারা।
শুরুতে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৩ রান তুলেছিল ডারবান। ১০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭ উইকেট হারিয়ে ৯৬ রানের বেশি তুলতে পারেনি বুলাওয়ে। ৭ রানের হারে আসর থেকেও ছিটকে গেছে সিকান্দার রাজার দল।
- ট্যাগ:
 - খেলা
 - ক্রিকেট
 - ব্যাটিং
 - ক্রিকেট ম্যাচ
 - বোলিং