বৈরিতা ও বিপর্যয়
গেল তিন সপ্তাহ ইউরোপ ভ্রমণে আছি। দেশে ডেঙ্গুর ডিগবাজি, বড় বড় দলের সমাবেশ এবং প্রকৃতির পিচ্চি ঘূর্ণিঝড়ের আনাগোনোর খবরাখবর পাচ্ছি। ডেনমার্কের রাজনৈতিক আকাশ না হলেও প্রাকৃতিক আকাশকে বাংলার থেকে ভিন্নতর মনে হলো না। সারা দিন সঞ্চরণশীল মেঘের আনাগোনা।
মেঘদূতের মেঘেরা যেমন ক্ষণে ক্ষণে মত পাল্টিয়ে দূরদেশে চলাচল করে প্রেয়সীর বার্তা পৌঁছাতে চায়, এখানে মনোমুগ্ধকর মেঘমালার মধ্যে তার কোনো ব্যতিক্রম দেখিনে। ঘন মেঘ যখন সূর্যের আলো ঢাকে তখন ঠান্ডা বাতাস দেয় এবং বারি বর্ষণে উৎসাহ জোগায়। এ রকম কতবার যে তার কান্নাকাটি শুনেছি তার ইয়ত্তা নেই। এই কিছুক্ষণ আগে মেঘেদের আন্তঃকলহ শুনলুম। আমার দেশে বিরোধী দল আর সরকারি দল যেমন ঝগড়াঝাটিতে লিপ্ত, সেখানে মেঘ ডাকলে তারা বজ্রপাত ঘটানোর মতো সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে, এখানে এমন মনে হলো না। হতে পারে এরাও ভিসা না পাওয়ার ভয়ে ভদ্র হতে চলেছে। বাইরে বাতাস বৃষ্টি ও মেঘের গর্জন তবে ১৫৪ ধারায় আটকানোর মতো কোনো মতলবে তারা নেই।