রাজধানীতে বিএনপির ৪৭৩ নেতাকর্মী কারাগারে

বাংলা নিউজ ২৪ ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ২০:২৮

ঢাকা: ঢাকায় বিএনপির শুক্রবারের (২৮ জুলাই) মহাসমাবেশকে কেন্দ্র করে বুধবার (২৬ জুলাই) দিনভর গ্রেপ্তার ৪৭৩ নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।   ঢাকার মহানগর ও জেলার বিভিন্ন থানা থেকে আটক এসব নেতাকর্মীকে বৃহস্পতিবার (২৭ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।


এছাড়া চারজনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।   বিএনপিপন্থী আইনজীবীরা বলছেন, সমাবেশে আসা নেতাকর্মীদের ভয়ভীতি দেখাতেই গণগ্রেপ্তার করা হচ্ছে।   পক্ষান্তরে রাষ্ট্রপক্ষ দাবি করছে, সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পুলিশ যে কাউকে গ্রেপ্তার করতে পারে, এটিকে ঢালাওভাবে রাজনৈতিক বলা ঠিক হবে না।   বৃহস্পতিবার ঢাকার মহানগর এলাকার ৪১টি থানায় পুরোনো বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে ৩৬৮ জন এবং চারটি থানা থেকে সন্দেহজনক হিসেবে ফৌজদারি কার্যবিধির ১৫১ ও ১৫৪ ধারায় ৯৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করে পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও