ভ্রমণের জন্য সঞ্চয় করবেন কীভাবে
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ১৩:৩৩
ভ্রমণের খরচ নির্ধারণ
আপনি কোথায় ঘুরতে যাবেন, কত দিন থাকবেন, ভ্রমণসঙ্গী কতজন—এসব ঠিক করে আনুমানিক একটি খরচ বের করুন। দেশের বাইরে ঘুরতে যেতে চাইলে অবশ্যই কয়েক মাস আগে থেকে পরিকল্পনা করুন। সম্ভব হলে কয়েক মাস আগেই বিমান টিকিট করুন। নিজে তো করাই যায়, ভালো কোনো ট্রাভেল এজেন্টের সাহায্যও নিতে পারেন। এতে বিমানের ভাড়া কম আসবে। বিভিন্ন ভ্রমণবিষয়ক ব্লগ থেকে থাকা, খাওয়া, ঘোরার খরচ সম্পর্কে আগে থেকেই ধারণা নিতে পারেন। আর সেভাবে পরিকল্পনা করতে পারেন।
অপ্রয়োজনীয় খরচ বাদ
ভ্রমণের জন্য টাকা জমাতে চাইলে খুব দরকার নেই এমন খরচগুলো না করে ওই অর্থটা জমিয়ে রাখুন। অনলাইনে কিছু দেখলেই হুট করে কিনে ফেলা বা প্রায়ই রেস্তোরাঁয় না খেয়ে সঞ্চয় করুন।