You have reached your daily news limit

Please log in to continue


আপনারাই আপন হলেন না: তমা মির্জা

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সুড়ঙ্গ’ ছবিটির হল প্রিন্ট অনলাইনের বিভিন্ন প্লাটফরমে দেখা যাচ্ছে বিনামূল্যে, যা ক্ষতিগ্রস্ত করেছে সিনেমাসংশ্লিষ্টদের। 
এ নিয়ে বুধবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে ‘সুড়ঙ্গ’ পাইরেসি হওয়া প্রসঙ্গে আক্ষেপ প্রকাশ করেছেন নায়িকা তমা মির্জা। 

তিনি লিখেছেন, আমাদের সিনেমাটা পাইরেসি করে দিল; কই সেটি নিয়ে তো কাউকে স্ট্যাটাস দিতে দেখলাম না। আচ্ছা অন্য সিনেমা তো এমন ভয়াবহভাবে পাইরেসি হয়ে সেটি ছড়িয়ে পড়তে দেখলাম না। যদিও আমাদের টিম দিন নেই রাত নেই এটি নিয়েই কাজ করে যাচ্ছে।

এর পর তমা প্রশ্ন রেখে বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের ছবিটি এত ভালো ব্যবসা করছে, কই সেটি নিয়ে তো স্ট্যাটাস দিচ্ছেন না, কলকাতায় কি হচ্ছে না হচ্ছে সঠিক তথ্য না জেনে সেটি নিয়ে রসালো স্ট্যাটাস দিচ্ছেন? যখন মুক্তির প্রথম দুদিন কলকাতায় আমাদের সিনেমা ভালো গেল সবাই প্রশংসা করা শুরু করল আর ঠিক তার পর পরই সিনেমাটি পাইরেসি হয়ে গেল? তখনো চুপ কেন আপনারা?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন