দাম কমেছে প্রসেসরের
প্রথম আলো
প্রকাশিত: ২৭ জুলাই ২০২৩, ০৭:৩৩
চলতি সপ্তাহে ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজার ঘুরে দেখা গেছে, কম্পিউটারের প্রসেসরের দাম মডেলভেদে ৫০০ থেকে ৭০০ টাকা কমেছে। তবে অন্যান্য যন্ত্রাংশের দাম অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য যন্ত্রাংশগুলোর দাম সংগ্রহ করছেন ইফাদ হাসান।
প্রসেসর
ইন্টেল: কোর আই ৯ ৩.৪০-৫.৫০ গিগাহার্টজ (গি.হা.) ১২ প্রজন্ম ৭৩,৫০০ টাকা, কোর আই ৫ (২.৬০-৪.৪০ গি.হা.) ১১ প্রজন্ম ১৭,০০০ টাকা এবং কোর আই ৩ (৩.৩০-৪.৩০ গি.হা.) ১২ প্রজন্ম ১৩,৩০০ টাকা।
এএমডি: রাইজেন ৯ (৪.৫০-৫.৭০ গি.হা.) ৬৯,৮০০ টাকা, রাইজেন ৭ (৩.৪০-৪.৫০ গি.হা.) ৪১,৫০০ টাকা এবং রাইজেন ৫ (৩.৯০-৪.৪০) ১৪,২০০ টাকা।