You have reached your daily news limit

Please log in to continue


অডিশনে না গিয়ে এই ছবিগুলোতে অভিনয়ের সুযোগ হারিয়েছেন রাইমা

বাংলা তো বটেই, হিন্দিসহ ভারতের বিভিন্ন ভাষার সিনেমায় অভিনয় করেছেন রাইমা সেন। তবে বাংলা সিনেমায় অভিনয় করে দর্শকপ্রিয়তা পেলেও বলিউডে সেভাবে নজর কাড়তে পারেননি অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে রাইমা জানিয়েছেন, জনপ্রিয় হিন্দি সিনেমায় অভিনয়ের সুযোগ তৈরি হয়েছিল তাঁর সামনে। কিন্তু তিনি অনেকটা হেলায় তা হারিয়েছেন! কিন্তু কেন? সেটাই জেনে নেওয়া যাক টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অবলম্বনে।

‘মোহাব্বতে’, ‘ডেলি বেলি’র মতো দর্শকনন্দিত ও প্রশংসিত সিনেমায় অভিনয়ের সুযোগ তৈরি হয় রাইমার সামনে।

এ প্রসঙ্গে রাইমা জানান, ‘মোহাব্বতে’ ছবির অডিশনে ডাক পেলেও যাওয়া হয়নি তাঁর।

রাইমা বলেন, ‘আমি “মোহাব্বতে” নির্মাতাদের থেকে অডিশনের জন্য ডাক পাই। কিন্তু আমি এতটাই অলস যে অডিশনে যাইনি। এখন আমার মনে হয়, অন্তত অডিশনের জন্য যাওয়া উচিত ছিল। একই ব্যাপার ঘটে “ডেলি বেলি”র ক্ষেত্রেও।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন