বঙ্গবন্ধু জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
গত ২০২০-২১ অর্থবছরের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় রফতানি ট্রফি পাচ্ছে দেশের ৭৩টি শিল্প প্রতিষ্ঠান। সম্প্রতি (২৪ জুলাই) বাণিজ্য মন্ত্রণালয় (রফতানি-৪ শাখা) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশের সর্বোচ্চ রফতানি আয়ের ভিত্তিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফির জন্য নির্বাচিত হয়েছে এই ৭৩টি প্রতিষ্ঠান।
প্রজ্ঞাপনে জানা গেছে, সর্বোচ্চ রফতানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রফতানিকারক প্রতিষ্ঠানের পুরস্কার পাচ্ছে রিফাত গার্মেন্টস লিমিটেড।তৈরি পোশাক (ওভেন) খাতে স্বর্ণপদক পাচ্ছে স্নোটেক্স আউটওয়্যার লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে তারাশিমা অ্যাপারেলস লিমিটেড। তৈরি পোশাক (নিটওয়্যার) খাতে স্বর্ণপদক পাচ্ছে ফ্লামিংগো লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে জি এম এস কম্পোজিট নিটিং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে লিবার্টি নিটওয়্যার লিমিটেড।এ বছর নারী উদ্যোক্তা বা রফতানিকারকদের জন্য সংরক্ষিত খাতে (পণ্য ও সেবা) স্বর্ণপদক পাচ্ছে পাইওনিয়ার নিটওয়্যার্স (বিডি) লিমিটেড, রৌপ্যপদক পাচ্ছে বী-কন নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জপদক পাচ্ছে ইব্রাহিম নিট গার্মেন্টস (প্রা.) লিমিটেড।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ট্রফি
- রফতানি আয়
- ওয়ালটন