কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির কর্মসূচির দিন শিক্ষকদের নিরাপত্তার দায় কে নেবে, প্রশ্ন শিক্ষামন্ত্রীর

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ১৬:১৭

ঢাকা: বিএনপি যেখানেই সমাবেশ করছে সেখানেই নানা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বৃহস্পতিবার ঢাকায় কর্মসূচির দিন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হলে তার দায় কে নেবে? বুধবার (২৬ জুলাই) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। নিরপেক্ষ নির্বাচনের এক দফা দাবিতে বৃহস্পতিবার (২৭ জুলাই) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি।


একই দিন আওয়ামী লীগের তিন সংগঠন- যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগেরও যৌথ সমাবেশ। এ ছাড়াও বেশ কয়েকটি দল সমাবেশ করবে রাজধানীতে।   সেই প্রসঙ্গ টেনে দীপু মনি বলেন, নির্বাচনের আগে যখন বিরোধী দল নানাভাবে আন্দোলন করছে, ঠিক সেই সময় শিক্ষকদের আন্দোলন। এতে উসকানি আছে। সরকার যখন কাজ করছে, তখন রাস্তায় থেকে আন্দোলন করছেন? শিক্ষামন্ত্রী বলেন, ২৭ তারিখে বিরোধী দলের একটি সমাবেশ। যেখানে তারা সমাবেশ করছে, সেখানে নানা পরিস্থিতি তৈরি হচ্ছে। কাল এখানে যখন হবে, তখন যদি এখানে আমার শিক্ষকদের নিরাপত্তা বিঘ্নিত হয়, সেই দায় কে নেবে? এই দায়িত্ব কোনো নেতারা নেবেন? আজই আপনারা শ্রেণিকক্ষে ফিরে যান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও