কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দেশের সর্বোচ্চ বাজেটের ছবি ‘এমআর-৯’ ট্রেলারে ভরপুর অ্যাকশন

সমকাল প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ১৫:৩১

বাংলাদেশের জনপ্রিয় গোয়েন্দা গল্প, বিশাল বাজেট, দেশ-বিদেশের তারকা- এমন আরও বিভিন্ন কারণে ‘এমআর-৯’ ছবিটি দর্শকের আগ্রহ তৈরি করেছে। প্রযোজনা প্রতিষ্ঠানের মতে, এই ছবির বাজেট ৮৩ কোটি টাকা! যা ঢালিউডের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। যেটি নির্মিত হয়েছে দেশের একসময়ের তুমুল জনপ্রিয় গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংসপাহাড়’ অবলম্বনে।ছবিটি নির্মাণ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিফ আকবর। এতে মাসুদ রানা চরিত্রে দেখা যাবে এবিএম সুমনকে।


তার বিপরীতে অভিনয় করেছেন ভারতের অভিনেত্রী সাক্ষী প্রধান। গত দুই মাস আগে এসেছিল সিনেমাটির টিজার। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে অন্তর্জালে উন্মুক্ত করা হয়েছে ‘এমআর ৯’ এর ২ মিনিট ২৯ সেকেন্ডের ট্রেলার। ট্রেলারজুড়ে রয়েছে অ্যাকশন। তবে এতে ছবির কাহিনি সম্পর্কে খুব একটা ধারণা দেওয়া হয়নি। বোঝা গেল, লাস ভেগাসের ওপর সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলা ঠেকানোর জন্যই বাংলাদেশি গোয়েন্দা মাসুদ রানাকে নেওয়া হয়। তার সঙ্গে যোগ দেন ভারতীয় এজেন্ট দেবী। এরপর শুরু হয় মিশন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও