কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিশুর ডেঙ্গু: যে ৮ তথ্য জানা জরুরি

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ১১:০০

ডেঙ্গু ছড়িয়ে পড়েছে ভয়াবহভাবে। চিকিৎসকরা বলছে, প্রাপ্তবয়স্কদের চাইতে শিশুদের ঝুঁকি বেশ কিছুটা বেশি। তবে আতঙ্কিত না হয়ে সচেতন থাকার বিকল্প নেই। ঢাকা শিশু হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সার্জন ডা. এস এম নাজমুল ইসলাম জানাচ্ছেন শিশুর ডেঙ্গু বিষয়ে কিছু জরুরি তথ্য।



  • অনেকেই ডেঙ্গুর লক্ষণ নিয়ে দ্বিধাগ্রস্ত থাকেন। এখন যদিও বেশ কিছু পরিবর্তিত লক্ষণ দেখা যাচ্ছে ডেঙ্গুর। তবে ডেঙ্গুর সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে অতিরিক্ত জ্বর থাকা। সাধারণত ১০৩ বা ১০৪ ডিগ্রি পর্যন্ত জ্বর উঠে যেতে পারে শিশুর।

  • ডেঙ্গু হলেই হাসপাতালে ভর্তি হতে হবে কিনা, এই বিষয়টি নিয়েও অনেকের মধ্যে কাজ করে সংশয়। আশার কথা হচ্ছে সব ডেঙ্গু রোগীকে হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। স্বাভাবিক ডেঙ্গু হলে বাড়িতে রেখেই শিশুর চিকিৎসা চালিয়ে যেতে পারবেন।

  • শিশুর প্রস্রাব কমে গেলে, শিশু নিস্তেজ হয়ে গেলে বা পানিশূন্যতা দেখা দিলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা দিন।

  • চিকিৎসকের পরামর্শ ছাড়া শিশুকে কোনও ধরনের অ্যান্টিবায়োটিক কিংবা স্টেরয়েডজাতীয় ওষুধ খাওয়াবেন না। ডেঙ্গুতে সাধারণত ব্যথার ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক খেতে নিষেধ করেন চিকিৎসকরা। 

  • যেহেতু এখন ডেঙ্গুর প্রকোপ অনেক বেড়েছে, সেহেতু জ্বর হওয়ামাত্র সেটাকে ডেঙ্গু ধরে নেওয়া ভালো।

  • শিশুর জ্বর হলেই তাই সঙ্গে সঙ্গে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি।

  • ডেঙ্গু আক্রান্ত শিশুকে বেশি বেশি তরল খাবার খাওয়ান। পানি, খাবার স্যালাইন, ডাবের পানি বা গ্লুকোজের পানি বারবার খাওয়ান। লক্ষ রাখতে হবে যেন শিশুর পানিশূন্যতা না হয়।

  • শুরু থেকেই সচেতন থাকলে ডেঙ্গুতে জীবননাশের ঝুঁকি কমে যায় অনেকাংশেই। 

  • ডেঙ্গু আক্রান্ত শিশুকে অবশ্যই মশারির ভেতরে রাখবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও