You have reached your daily news limit

Please log in to continue


ক্রোম ব্রাউজারের ২০টি নিরাপত্তাত্রুটির সমাধান করল গুগল

ক্রোম ব্রাউজারে থাকা ২০টি নিরাপত্তাত্রুটির সমাধান করে হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে গুগল। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে দ্রুত হালনাগাদ ক্রোম ব্রাউজার ব্যবহারের পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

গুগলের তথ্যমতে, ক্ষতির মাত্রা বিবেচনায় ২০টি ত্রুটির মধ্যে ৪টি ছিল ভয়ংকর। ছয়টি ছিল মধ্যম মানের। নিরাপত্তাত্রুটিগুলোর মাধ্যমে উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেম চলা যন্ত্রে বড় ধরনের সাইবার হামলা চালানো যেত। আর তাই দ্রুত নিরাপত্তাত্রুটির সমাধান করে ক্রোম ব্রাউজারের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

ক্রোম ব্রাউজারে থাকা সিভিই-২০২৩-৩৭২৭, সিভিই-২০২৩-৩৭২৮, সিভিই-২০২৩-৩৭৩০, সিভিই-২০২৩-৩৭৩২ নামের ভয়ংকর ত্রুটিগুলোর সন্ধানদাতাদের ১৬ হাজার মার্কিন ডলার পুরস্কার দিয়েছে গুগল। তবে ত্রুটিগুলোর মধ্যে জিরো ডে নিরাপত্তাত্রুটি ছিল কি না, সে বিষয়ে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন