কামিন্স সরে দাঁড়াবেন, এমন সম্ভাবনা উড়িয়ে দিলেন ম্যাকডোনাল্ড

প্রথম আলো প্রকাশিত: ২৬ জুলাই ২০২৩, ০৬:৩২

ওল্ড ট্রাফোর্ড টেস্টে কামিন্স ও অস্ট্রেলিয়ার কঠোর সমালোচকদের একজন ছিলেন ভিক্টোরিয়ার সাবেক ক্রিকেটার ও সাউথ অস্ট্রেলিয়ার সাবেক কোচ ড্যারেন বেরি। কামিন্স এ সিরিজের পর অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন, এমনও বলেছিলেন তিনি। বেরির সমালোচনার কড়া জবাবই দিয়েছেন অস্ট্রেলিয়া কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড। অন্যদিকে সাবেক অধিনায়ক টিম পেইন বলেছেন, বেরির এমন মন্তব্য অদ্ভুত মনে হয়েছে তাঁর কাছে।


ওল্ড ট্রাফোর্ড টেস্ট বৃষ্টির সৌজন্যে ড্র হওয়াতে অ্যাশেজ ধরে রাখা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু এর আগে ইংল্যান্ডের আক্রমণাত্মক ক্রিকেটে অসহায় হয়েও পড়া অস্ট্রেলিয়ার বেশ সমালোচনাই হয়। বিশেষ করে কামিন্সের অধিনায়কত্ব নিয়ে আলোচনা ছিল জোরাল। জ্যাক ক্রলিদের সামনে কামিন্সের অধিনায়কত্ব ছিল প্রশ্নবিদ্ধ, বলা হচ্ছিল এমন। কামিন্সদের শর্ট বলের কৌশল ‘বিরক্তিকর ও দেখার অযোগ্য’ বলেছিলেন বেরি। টুইটারে তিনি লেখেন, ‘দেখার অযোগ্য। আমাদের দারুণ এই খেলা ক্রিকেটের সব সমর্থককে শুভরাত্রি। এ খেলা নিয়ে কিছুটা ধারণা আছে, এমন কারও জন্যও এসব বাজে জিনিস দেখাটা অভাবনীয়। যথেষ্ট হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও