মেসেঞ্জারের নোটিফিকেশন অ্যালার্ট বন্ধ না হলে
দেশ রূপান্তর
প্রকাশিত: ২৫ জুলাই ২০২৩, ১৭:২২
মেসেঞ্জারে আসা কোনো মেসেজ একবার পড়া হলে স্বয়ংক্রিয়ভাবে সে-সংক্রান্ত নোটিফিকেশন মুছে যাওয়াটাই স্বাভাবিক। তবে অনেক সময় মেসেজ পড়া হয়ে গেলেও নোটিফিকেশন আইকন ভেসে থাকে। দূর করা যায় না। এ সমস্যা সমাধানের কিছু উপায় রয়েছে।
মেসেঞ্জারে আসা মেসেজ রিড হিসেবে মার্ক করা : ডিভাইস থেকে মেসেঞ্জারে প্রবেশ করে নাম বা চ্যাট লিস্টের সব কনটাক্ট যাচাই করতে হবে। কোনো মেসেজ আনরিড থাকলে কয়েক সেকেন্ড সেটি চেপে ধরে মার্ক অ্যাজ রিড দেওয়া যাবে।
মেসেজ রিকোয়েস্ট আছে কি না তা যাচাই করা : প্রথমে মেসেঞ্জারে প্রবেশ করতে হবে। সেখানে তিনটি লাইন দেওয়া অপশন থেকে মেসেজ রিকোয়েস্টে প্রবেশ করতে হবে। সেখানেও কথোপকথন রিড হিসেবে মার্ক করার সুযোগ থাকবে।
আর্কাইভে থাকা মেসেজ পড়া : আর্কাইভে থাকা চ্যাট লিস্টেও অনেক সময় মেসেজ আসে। তাই নোটিফিকেশন দূর করতে হলে সেখানকার মেসেজও সব রিড করতে হবে।