You have reached your daily news limit

Please log in to continue


আম্বানি, বচ্চনদের ছবি ব্যবহার করে অনলাইনে প্রতারণা!

বড় ধরনের প্রতারণার খবর মিলেছে ভারতে; এবার অভিযুক্ত একজন চীনা নাগরিক। উড়িষ্যা ক্রাইম ব্রাঞ্চের ইকোনমিক অফেন্সেস উইং (ইওডব্লিউ)-এর অনুরোধে গুয়ানহুয়া ওয়াং নামের ওই ব্যক্তির বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি করা হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ব্যুরো অব ইমিগ্রেশন (বিওআই) ৪০ বছর বয়সী ওয়াং এর বিরুদ্ধে এই লুকআউট সার্কুলার (এলওসি) ইস্যু করেছে। ওয়াং এর বিরুদ্ধে অনলাইনে লাখ লাখ বিনিয়োগকারীর সঙ্গে প্রতারণার অভিযোগ রয়েছে। জানা গেছে, নিজের কোম্পানির মাধ্যমে ওয়াং ১০০ কোটি রূপি হাতিয়ে নিয়েছেন।  

একজন অভিযুক্ত ব্যক্তি, যাকে পুলিশ খুঁজছে; সেই ব্যক্তি যেন দেশত্যাগ বা বিদেশ থেকে একটি দেশে প্রবেশের চেষ্টা না করে, সেজন্য বিমানবন্দরে বা সমুদ্রবন্দরে ইমিগ্রেশন চেকপোস্টে আইন প্রয়োগকারী সংস্থাকে সতর্ক থাকার জন্য লুকআউট সার্কুলার (এলওসি) জারি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন