You have reached your daily news limit

Please log in to continue


নেপালকে পায়রা বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্থলবেষ্টিত দেশ নেপালকে আমদানি-রপ্তানি বাণিজ্যের জন্য বাংলাদেশের পায়রা বন্ধ ব্যবহার করতে দিতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাসস জানায়, রোমে বিশ্ব খাদ্য সংস্থার (এফএও) সদর দপ্তরে ‘ফুড সিস্টেম’ সম্মেলনের ফাঁকে নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহালের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এই প্রস্তাব দেন বাংলাদেশের সরকারপ্রধান।  

এফএও সদর দপ্তরে সদ্য খোলা বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে ওই দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, “বাংলাদেশ ইতোমধ্যে নেপালের জন্য মোংলা ও চট্টগ্রাম বন্দর খুলে দিয়েছে। নেপাল নবনির্মিত পায়রা বন্দরও ব্যবহার করতে পারে।”

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন