ইসরায়েলের বিচারিক সংস্কার: কী নিয়ে সংকট ?
সম্প্রতি ইসরায়েলে বিচারিক সংস্কারের অংশ হিসেবে বিতর্কিত একটি আইন পাশ করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের ডানপন্থী কোয়ালিশন সরকার। চলমান সংস্কারের এ উদ্যোগ ঘিরে দেশটি ইতিহাসের অন্যতম অভ্যন্তরীণ সংকটের মুখোমুখি হতে যাচ্ছে। খবর বিবিসির।
গতকাল (সোমবার) পাশ করা নতুন আইনে সুপ্রিম কোর্টের ক্ষমতাকে সীমিত করা হয়েছে। এ আইন অনুযায়ী, 'অযৌক্তিক' মনে করে কোন সরকারি সিদ্ধান্ত বাতিল করার সুপ্রিম কোর্টের যে ক্ষমতা এতদিন ছিল, সেটি কেড়ে নেয়া হয়েছে।
চলতি বছরের শুরুতেই বিচার বিভাগের সংস্কারের পরিকল্পনার ইস্যুতে ইসরায়েলের জনগণ সপ্তাহব্যপী বিক্ষোভ করেছিল। এবার এ আইনটি পাশের পর যেন বিক্ষোভের মাত্রা আরও বহুগুণে বেড়ে গিয়েছে। হাজার হাজার মানুষ দেশটির নানা শহরে রাস্তা অবরোধ করছে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- বিচার
- বিচার ব্যবস্থা
- ইসরায়েল