You have reached your daily news limit

Please log in to continue


পরী-ফারিয়াকে নিয়ে দুই নির্মাণ, বদলে গেল ধরণ!

ঢাকাই সিনেমার প্রথম সারির দুই নায়িকা নুসরাত ফারিয়া ও পরীমণি। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে দুজনেই থাকেন চর্চায়, আলোচনায়। ফারিয়াকে শেষ বড় পর্দায় দেখা গেছে গেলো বছরের সেপ্টেম্বরে, ‘অপারেশন সুন্দরবন’-এ। অন্যদিকে পরী প্রেক্ষাগৃহে হাজিরা দিয়েছেন চলতি বছরের মে মাসে, ‘মা’ সিনেমায়।

এবার কাছাকাছি সময়ে ফারিয়া-পরী দুজনেই আসছেন ওটিটি পর্দায়। মুক্তি পাচ্ছে তাদের অভিনীত দুটি সিনেমা। এর মধ্যে ফারিয়াকে দেখা যাবে ‘পাতালঘর’-এ; আর পরীমণি দেখা দেবেন ‘পাফ ড্যাডি’-তে। মজার ব্যাপার হলো, দুটি সিনেমার কাজই হয়েছে তিন বছর আগে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন