ইউক্রেনের গুদামে রাশিয়ার ড্রোন হামলা, বেড়েছে গমের দাম
বিশ্ববাজারে গমের দাম আবারও বেড়েছে। ইউক্রেনের দানিয়ুব নদীর এক বন্দরে রাশিয়ার ড্রোন হামলার পর গতকাল সোমবার গমের দাম ৮ দশমিক ৫ শতাংশ বাড়ে বলে সিএনএনের খবরে জানানো হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, এই হামলাসহ আরও কিছু কারণে গত সপ্তাহে ৬০ হাজার টন শস্য নষ্ট হয়েছে ইউক্রেনের, বিশ্ববাজারে যার প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে।
ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, দানিয়ুব নদীর এক বন্দরে রাশিয়া রাতের বেলায় শস্যগুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। এর ফলে রেনি বন্দরে একটি সাইলোর বড় ধরনের ক্ষতি হয়েছে। এ হামলার কারণে শুধু গমের দামই বাড়েনি, ভুট্টার দামও বেড়েছে ৪ দশমিক ৭ শতাংশ। তাতে শিকাগো বোর্ড অব ট্রেডে এখন প্রতি বুশেল গমের দাম দাঁড়িয়েছে ৭ দশমিক ৫৭ ডলার এবং ভুট্টার দাম ৫ দশমিক ৫ ডলার।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রতিবেশী দেশগুলোতে পণ্য রপ্তানির জন্য দানিয়ুব নদী ব্যবহার করছে ইউক্রেন। বিবিসির এক সংবাদে বলা হয়েছে, এই নদী দিয়ে গত ১ বছরে ২০ লাখ টন খাদ্যশস্য পরিবহন করা হয়েছে, তার আগের বছরে যার পরিমাণ ছিল মাত্র ৬ লাখ টন।