পোস্ট অফিস থেকে এলো গাঁজার পার্সেল, বিমানবন্দরে ধরা
আগরতলা (ত্রিপুরা): এবার গাঁজা পাচারের জন্য ভারতীয় পোস্ট অফিসকে মাধ্যম হিসেবে ব্যবহার করছে আন্তঃরাজ্য মাদক কারবারিরা। পোস্ট অফিসের মাধ্যমে গাঁজা পাচারকালে আগরতলা বিমানবন্দরে জব্দ হলো ৪১ কেজি গাঁজা।
সোমবার (২৪ জুলাই) আগরতলার বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোভা রানী তেলি সংবাদ মাধ্যমকে জানান, আগরতলার এমবিবি বিমানবন্দরের কার্গো বিভাগে পোস্ট অফিসের পক্ষ থেকে দুটি পার্সেল আসে ভিন রাজ্যে পাঠানোর জন্য। কার্গো বিভাগের কর্মীরা যখন পার্সেল দুটিকে এক্সরে করেন, তখন পার্সেলের ভেতরের সামগ্রী দেখে তাদের সন্দেহ হয়। তারা স্থানীয় পুলিশ ও পোস্ট অফিসে খবর দেন। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থানা থেকে কর্মকর্তারা ছুটে যান, কিন্তু পোস্ট অফিস থেকে কেউ সেখানে যাননি। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর পোস্ট অফিস থেকে কেউ না যাওয়ার কারণে অবশেষে নিয়ম মেনে পার্সেল খোলা হয়। তখন দেখা যায় গাঁজার প্যাকেট রয়েছে দুটিতেই।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- মাদক পাচার
- মাদক পাচারকারী