বাবার সঙ্গে মই টানা মারুফা যেভাবে অদম্য ক্রিকেটার

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১৭:৩৭

নীলফামারী: গরিব ঘরে জন্ম তাঁর। বেড়ে ওঠা অভাবী সংসারে।


কিন্ত তার টার্গেট ছিলো দেশসেরা ক্রিকেটার হওয়ার। যে বাড়িতে নুন আনতে পান্তা ফুরায়, সে পরিবারের ছোট মেয়ের কাজকর্ম বাদ দিয়ে ক্রিকেটার হতে চাওয়া 'গরিবের ঘোড়া রোগ' ছাড়া তো আর কিছুই নয়!  এত কথা যাকে নিয়ে, তাঁর নাম মারুফা আখতার। নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের কাদিখোল ডাক্তারপাড়ার মেয়ে তিনি। একসময় বাবার সঙ্গে চাষের জমিতে মই টানা সেই মেয়েটি আজ নারী ক্রিকেট দলের হয়ে খেলছেন।   বাবা আইমুল্লাহ হক বর্গাচাষি আর মা মর্জিনা বেগম গৃহিণী। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও