তথ্য ফাঁসের তদন্ত প্রতিবেদন আজ প্রধানমন্ত্রীর কাছে জমা হবে
সমকাল
প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১৭:৩১
কারগরি ত্রুটি এবং দক্ষ জনবলের অভাবে জন্ম নিবন্ধনের তথ্য ফাঁস হয়েছে। তথ্যের সুরক্ষায় ৬ দফা সুপারিশ করেছে তদন্ত কমিটি। আজ সোমবার প্রতিবেদনটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জমা দেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানিয়েছেন।
তথ্য ফাঁসের ঘটনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের গঠাত কমিটির তদন্ত প্রতিবেদনে এসব সুপারিশ করেছে। গত বৃহস্পতিবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এ প্রতিবেদন জমা দেয় কমিটি। প্রতিবেদন নিয়ে সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন ৷ বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সামনে কথা বলেন।তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত প্রতিবেদন অনুসার ব্যক্তিগত তথ্য প্রকাশিত হওয়ার কারণ দুটি।