২২ বছরের দ্বন্দ্বে ২৮ হত্যায় ৯৩৪ মামলা, আসামি সাড়ে ৪ হাজার জন
বরিশাল: শুধু দুই গ্রুপের মধ্যে টানা ২২ বছরের দ্বন্দ্বে বরিশালের মুলাদীর একটি ইউনিয়নের বিভিন্ন ঘটনায় ২৮ হত্যাসহ ৯৩৪টি মামলা হয়েছে। আর এসব মামলায় আসামির সংখ্যা ছিল চার হাজার চারশ ৩৯ জন।
বরিশাল জেলা পুলিশের মিডিয়া সেল ও বিশেষ শাখা সূত্রে জানা গেছে, মুলাদীর বাটামারা ইউনিয়নে হাজি ও আকন গ্রুপের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব চলছে। এর পরিপ্রেক্ষিতে ২০০১ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৮টি হত্যা মামলায় আসামি হয় ৩২৭ জন, সাতটি ডাকাতি মামলায় আসামি হয় ৩৮ জন, ১২০টি নারী ও শিশু নির্যাতন মামলায় আসামি হয় ৩২৩ জন, ২২টি অপহরণ মামলায় আসামি হয় ৭১ জন এবং ৭৫৭টি মারামারিসহ অন্যান্য ঘটনায় মামলায় আসামি হয় ৩ হাজার ৬৭৭ জন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- হত্যা মামলা আটক
- হত্যা মামলা