নতুন ক্রিপ্টো কয়েন আনলেন ওপেনএআই’র স্যাম অল্টম্যান

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১৭:০১

‘ওয়ার্ল্ডকয়েন’ নামে নতুন এক ক্রিপ্টো প্রকল্প চালু করেছেন ওপেনএআই’র সিইও স্যাম অল্টম্যান।


সোমবার থেকে চালু হওয়া এই প্রকল্পের মূল বিষয় হল এর ‘ওয়ার্ল্ড আইডি’ অ্যাকাউন্ট, যা কেবল সত্যিকারের মানুষরাই পেতে পারেন। এই আইডি পেতে গ্রাহককে ওয়ার্ল্ডকয়েনের ‘অর্ব’ (রূপালি রঙের বল আকৃতির একটি আইরিশ স্ক্যানার) ব্যবহার করে আইরিস স্ক্যানের মাধ্যমে সাইনআপ করতে হবে। অর্বের আইরিস স্ক্যানে ওই ব্যক্তি সত্যিকারের মানুষ কি না, তা যাচাই করার পর এতে একটি ‘ওয়ার্ল্ড আইডি’ তৈরি হয়।


ওয়ার্ল্ডকয়েনের পেছনে কাজ করেছে স্যান ফ্রান্সিসকো ও বার্লিনভিত্তিক কোম্পানি ‘টুলস ফর হিউম্যানিটি’।


এই প্রকল্পের বেটা সংস্করণে আছেন ২০ লাখ ব্যবহারকারী। আর সোমবার এর আনুষ্ঠানিক উন্মোচনের মাধ্যমে ২০টি দেশের ৩৫টি শহরে নিজেদের ‘অর্বিং’ সংশ্লিষ্ট কার্যক্রম বাড়ানোর লক্ষ্যস্থির করেছে ওয়ার্ল্ডকয়েন। এর টোপ হিসেবে, কয়েকটি নির্দিষ্ট দেশ থেকে সাইন আপ করা ব্যক্তিরা পাবেন ওয়ার্ল্ডকয়েনের ক্রিপ্টো টোকেন ‘ডব্লিউএলডি’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও