You have reached your daily news limit

Please log in to continue


চট্টগ্রামে বিএনপি কার্যালয়ে হামলা: মামলার আসামি ছাত্রলীগের রনি

চট্টগ্রামে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে হামলার ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা নুরুল আজিম রনিকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। 

বিএনপির ওই কার্যালয়ের তত্ত্বাবধায়ক কাজী মাহমুদ হোসেন সোমবার মহানগর হাকিম জুয়েল দেবের আদালতে মামলাটি করেন। 

বাদী পক্ষের আইনজীবী মো. হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রনিসহ ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে মামলায়। 

আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে। 

এ মামলায় রনি ছাড়াও চট্টগ্রাম মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনোয়ারুল আলম চৌধুরী নোবেলকেও আসামি করা হয়েছে। নাম উল্লেখ করা বাকি চার আসামি হলেন- ওমর খৈয়াম তৈয়ব (৪০), গোবিন্দ দাশ (২৫),  মো. তূষার (২৫) ও হৃদয় ওরফে ব্ল্যাক হৃদয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন