কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

খেলার মধ্যে নারীবাদ নেই

দেশ রূপান্তর উম্মে রায়হানা প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১৬:০৮

সময়টা দুই হাজার সাল, স্কুল পাস করে কলেজে উঠেছি মাত্র। এসএসসি পরীক্ষার পর সময় কাটত ক্রিকেট খেলা দেখে দেখে। একদিন ইএসপিএন নামের একটা টিভি চ্যানেলে দেখা গেল ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সঙ্গে কথা বলছে টিভিওয়ালারা। সেখানে আমার বড় ভাই, সে তখন ওইখানের ছাত্র, খুব গম্ভীরভাবে বলছে, ‘আই থিঙ্ক টেস্ট স্ট্যাটাস ফর বাংলাদেশ ইজ রিয়েলি এসেনশিয়াল।’ আমরা তো বিরাট উত্তেজিত। বাড়ির লোক বা পরিচিত মানুষকে টিভিতে দেখা যাওয়া এখনকার মতো ডাল-ভাত ছিল না তখন, তার ওপর দেশি কোনো চ্যানেলও না, খোদ ইএসপিএন! উত্তেজিত হওয়ারই কথা।


ওই বছরই জুন মাসে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাস পেল। কিন্তু আমার কোনো দিনও টেস্ট খেলা দেখা হয়নি, ধৈর্যে কুলায়নি। এমনকি কলেজ পাস করতে করতে ওয়ানডে খেলা (যেটা পঞ্চাশ ওভারের খেলা হতো, এখন সম্ভবত সেটা বিশ ওভারে হয়, যাকে বলে টি-টোয়েন্টি ম্যাচ) দেখাও আমি ছেড়ে দিলাম।



ক্রিকেট খেলা দেখা ছেড়ে দেওয়ার পেছনে কারণ ছিল মূলত দুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও