আগুন নেভাতে যাওয়ার পথে দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের গাড়িচালকসহ নিহত ২

ডেইলি স্টার ফতুল্লা প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১২:৫৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে যাওয়ার সময় দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের এক গাড়িচালক ও একজন পথচারী নিহত হয়েছেন।


আজ সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে আগুন নেভাতে যাওয়ার পথে ফায়ার সার্ভিসের গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।


ফায়ার স্টেশনের স্টেশন অফিসার ওবায়দুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) হাজীগঞ্জ ফায়ার স্টেশনের চালক। সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার ফকির অ্যাপারেলস লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে জাহাঙ্গীর সেখানে যাচ্ছিল।


নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান মোল্লা দ্য ডেইলি স্টারকে জানান, ফায়ার সার্ভিসের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাসকে চাপা দেয়, বাসের ধাক্কায় পথচারী নিহত হন।


নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের চালক ও এক পথচারী নিহত হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও