কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ডেঙ্গুর বেশি ঝুঁকিতে পথশিশুরা

ডেইলি স্টার প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১১:০৬

'রাস্তাঘাটত থাকি, কই আর থাকমু! কয়েকদিন আগে জ্বর হইছিল, এরপরে সাইরা গেছেগা।' বলতে বলতেই শরীর চুলকাতে থাকে ১১ বছর বয়সী সাকিব। পথশিশু সাকিবের দেখা মিললো ফার্মগেট মেট্রো স্টেশনের কাছেই।


ফুটপাতে শুয়ে ছিল সে। এক ভিক্ষুক হাতের লাঠি দিয়ে উঠানোর চেষ্টা করতেই ধড়ফড়িয়ে উঠে বসে পড়ে সে। প্রথমে কিছুক্ষণ চোখ ডলে, তারপর গা এলিয়ে বসে। শৈশবেই বাবা-মা হারিয়েছে সাকিব, কেবল নানি বেঁচে আছেন। দিনভর নানি ভিক্ষা করেন, পেটে ক্ষুধা জানান দিলে সাকিবও চেয়ে-চিন্তে খাবার জোগাড় করে।


ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের আইল্যান্ডে শুয়ে রাত কাটে তার। মশারি টানাও কি না জানতে চাইলে সাকিবের সরল জবাব, 'মশারি পামু কই, অইহানেই চিৎ হইয়া হুইয়া থাকি!'


ডেঙ্গু সম্পর্কে জিজ্ঞেস করলে সাকিব জানায়, মশা কামড়ে যে ডেঙ্গু হয় এটিই কেবল জানে সে।


গত কয়েক দিনে ঢাকার বিভিন্ন এলাকা সরেজমিন ঘুরে এবং প্রায় ২০ জনের মতো পথশিশুর সঙ্গে কথা বলে দেখা গেছে, ডেঙ্গুর বিষয়ে পর্যাপ্ত তথ্য নেই তাদের কাছে। এসব পথশিশুদের রাত কাটে ঢাকার বিভিন্ন সড়কের ফুটপাতে, রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও পলিথিনে আচ্ছাদিত অস্থায়ী ঘুপচি ছাউনির নিচে নয়তো বস্তিতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও