কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রাম-১০: কেন্দ্রে ভোটার আনাই মূল ভাবনা

বিডি নিউজ ২৪ চট্টগ্রাম বিভাগ প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ১০:৪১

জাতীয় নির্বাচনের পাঁচ মাস বাকি থাকতে চট্টগ্রাম-১০ আসনে যে উপ নির্বাচন হতে যাচ্ছে, তাতে ভোটারদের কেন্দ্রে আনাই হবে মূল ভাবনার বিষয়।


আর এক সপ্তাহ পর আগামী ৩০ জুলাই পৌনে ৫ লাখ ভোটারের এ আসনে ইভিএমে ভোটগ্রহণ হবে।


এর আগে গত এপ্রিলে চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনও ইভিএমে হয়েছিল। তাতে ভোট পড়েছিল ১৪ দশমিক ৫৫ শতাংশ।


সরকারের মেয়াদের শেষ দিকে উপ নির্বাচন, বিএনপির ভোটে না থাকা এবং গত কয়েক মাসে হওয়া উপ নির্বাচন ও সিটি নির্বাচনের ভোটের হারের তথ্য মিলিয়ে চট্টগ্রাম-১০ আসনেও একই চিত্র দেখা যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমীন মারা যান। তার মৃত্যুতে শূন্য হওয়া এ আসনে নগর আওয়ামী লীগ সদস্য ও নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু হয়েছেন নৌকার প্রার্থী।  


তার সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন জাতীয় পার্টির (লাঙ্গল) মো. শামসুল আলম, তৃণমূল বিএনপির (সোনালী আঁশ) দীপক কুমার পালিত, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের রশিদ মিয়া (ছড়ি) এবং স্বতন্ত্র মনজুরুল ইসলাম ভুঁইয়া (রকেট)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও