![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2023/07/online/photos/1-samakal-64bdfe0693c7a.jpg)
৫০ শতাংশ ভূখণ্ড পুনরুদ্ধার করেছে ইউক্রেন: যুক্তরাষ্ট্র
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, রাশিয়া প্রাথমিকভাবে ইউক্রেনের যে ভূখণ্ড দখল করেছিল তার অর্ধেক পুনরুদ্ধার করেছে কিয়েভ।
রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্লিঙ্কেন এ কথা বলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে যা দখল করা হয়েছিল, তার প্রায় ৫০ শতাংশ ইতিমধ্যে ফিরিয়ে নেওয়া হয়েছে।’
রাশিয়ার দখলকৃত আরও ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য কিয়েভকে ‘খুব কঠিন’ লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছে বলে মন্তব্য করেন ব্লিঙ্কেন।
ইউক্রেনের পাল্টা আক্রমণের এখন অপেক্ষাকৃত প্রাথমিক পর্যায় চলছে বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই লড়াইকে কঠিন বলে বর্ণনা করেন তিনি।