যা পেয়েছেন, তাতেই খুশি লারা

প্রথম আলো বলিউড, মুম্বাই প্রকাশিত: ২৪ জুলাই ২০২৩, ০৬:০১

২০০৩ সালে অক্ষয় কুমারের সঙ্গে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন লারা দত্ত। সে হিসাবে অভিনয়জীবনের ২০ বছর পার করে ফেলেছেন এই সাবেক বিশ্বসুন্দরী। এত বছরের অভিনয়জীবনে তাঁর সফলতা একেবারেই হাতে গোনা।


আরও সুযোগ পাওয়া কি তাঁর উচিত ছিল? এ প্রশ্নের জবাবে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লারা বলেছেন, ‘যা পেয়েছি, তাতে সন্তুষ্ট। বরং ২০ বছর পেছনের দিকে তাকালে নিজেকে আমার অত্যন্ত ভাগ্যবতী বলে মনে হয়। কেউ যদি আমাকে জিজ্ঞেস করেন যে পেছনের জীবনে ফিরে আমি কী বদলাতে চাই। আমার উত্তর হবে যে কিছুই বদলাতে চাই না। এই জীবনে যা পেয়েছি, তাতে আমি খুব খুশি। আমি আজ পর্যন্ত যেসব চরিত্রে নিজেকে মেলে ধরার সুযোগ পেয়েছি আর এখনো নিজেকে মেলে ধরছি, তাতে আমি ভীষণই খুশি। জীবনের প্রতি আমি কৃতজ্ঞ।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও