কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চামড়া খাতের উন্নয়নে বোর্ড গঠন, সিইটিপি পুরোপুরি চালুর দাবি

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ২২:৩৪

চামড়া রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে আলাদা উন্নয়ন বোর্ড গঠনের দাবি উঠেছে এ খাত সংশ্লিষ্ট এক সেমিনারে।


রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে ‘বাংলাদেশ ট্যানারিজ: টুওয়ার্ডস কমপ্লায়েন্স’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ ট্যানারস অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এ উন্নয়ন বোর্ড হতে পারে বলে প্রস্তাব দেন।


এমন একটি বোর্ড গঠনের প্রস্তাব নিয়ে সরকারের মধ্যেও আলোচনা চলছে বলে সেমিনারে জানিয়েছেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। পাশাপাশি এ খাতের উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণ দেওয়ার বিষয়টিও বিবেচনায় আছে বলে জানান তিনি।


বাংলাদেশ লেবার ফাউন্ডেশন ও দি এশিয়া ফাউন্ডেশন আয়োজিত সেমিনারে বর্তমানে চামড়া খাতের পিছিয়ে থাকার বিষয়ে সাভার শিল্পনগরীতে ট্যানারির বর্জ্য ব্যবস্থাপনায় সিইটিপি পুরোপুরি চালু না হওয়ার বিষয়টি জোরালোভাবে আলোচনায় উঠে আসে।


শিল্পনগরীর সিইটিপি নাজুক অবস্থায় রয়েছে দাবি করে বিটিএ সভাপতি শাহীন আহমেদ বলেন, সিইটিপি একটি কোম্পানির মাধ্যমে পরিচালিত হয়। যেটির পর্ষদে বিভিন্ন কোম্পানির প্রতিনিধি রয়েছেন। বিসিক চেয়ারম্যান পদাধিকার বলে এ পর্ষদের প্রধান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও