কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাল্টা আক্রমণে যেসব চ্যালেঞ্জের মুখে ইউক্রেন

বাংলা ট্রিবিউন ইউক্রেন প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ২১:৩০

দীর্ঘ দিন ধরে প্রস্তুতি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে শুরু করা পাল্টা আক্রমণে এখন পর্যন্ত বিশেষ কোনও সফলতা অর্জন করতে পারেনি ইউক্রেনীয় সেনাবাহিনী। ১৭ মাসে গড়ানো যুদ্ধ ইতোমধ্যে একটি প্রবণতা হাজির করছে। রাশিয়া ও ইউক্রেন একে অপরের বিরুদ্ধে আক্রমণ ও পাল্টা আক্রমণে লিপ্ত হয়ে পড়েছে। রুশ সেনাবাহিনী স্পষ্টভাবে কামান দিয়ে আঘাত করার মতো কোনও লক্ষ্যবস্তু পাচ্ছে না। আর ইউক্রেনীয় সেনারা রাশিয়ার প্রতিরক্ষা গুঁড়িয়ে এগিয়ে যেতে হিমশিম খাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে উল্লেখ করেছে,  ইউক্রেনের সেনাবাহিনী নতুন এবং স্থায়ী চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে যা ধীর অগ্রগতিতে অবদান রেখেছে। বাহিনীটির পাল্টা আক্রমণে যেসব বড় চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা সম্পর্কেও প্রতিবেদনটিতে আলোকপাত করা হয়েছে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিরক্ষা যুদ্ধে ইউক্রেন নিজেদের খুব ভালো মানিয়ে নিয়েছে। কিন্তু আক্রমণ অভিযানে তাদের সাফল্য বিপরীত। তথাকথিত জিরো-রেখার দিকে ইউক্রেনীয় সেনাবাহিনী গত কয়েক সপ্তাহে খুব কম অগ্রগতি অর্জন করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও