‘রেইজর বাম্পস’ কমানোর উপায়
লোম ওঠানোর নানান উপায়ের মধ্যে শেইভ করা সহজ উপায়। তবে রেইজর ব্যবহারের পরে অনেক সময় দেখা দেয় ছোট ছোট ‘বাম্প’ বা ফুসকুড়ি।
সাধারণত ভুলভাবে রেইজর ব্যবহারের কারণে এরকম সমস্যা দেখা দেয়।
এই বিষয়ে ফেমিনা ডটইন’য়ে প্রকাশিত প্রতিবেদনে ভারতের ত্বক বিশেষজ্ঞ মেঘনা গুপ্তা বলেন, “রেইজর বাম্পস সাধারণত চুলকানি ও পানিযুক্ত ফোস্কা যা শেইভ করার পরে দেখা দেয়। সঠিক পদক্ষেপ গ্রহণ করা না হলে এই সমস্যা স্থায়ী হয়ে যেতে পারে।”
লক্ষণ
শেইভ করার পরে যদি ত্বকে প্রদাহযুক্ত ‘বাম্পস’ বা ছোট ছোট ফোলাভাব বা ফুসকুড়ি দেখা দেয় তাহলে সেটা ‘রেইজর বাম্পস’ হিসেবে ধরে নিতে হবে। চুলকানিযুক্ত ত্বক ও ব্যথা এর অন্যতম লক্ষণ।
রেইজর বাম্পস হওয়ার কারণ
‘দিল্লি স্কিন সেন্টার’য়ের এই চিকিৎসক ও প্রতিষ্ঠাতা বলেন, “রেইজর বাম্পস’ হল ছোট ফোস্কা যা শেইভ করার পরে দেখা দেয় এবং চিকিৎসাশাস্ত্র অনুযায়ী একে ‘ফলিকিউলাইটিস’ বা ফলিকলের প্রদাহ বলা হয়। এটা লোম তোলার যে কোনো উপায়ের মাধ্যমেই দেখা দিতে পারে। তবে রেইজরের কারণে দেখা দিলে একে রেইজর বাম্পস বলে।”