You have reached your daily news limit

Please log in to continue


সৌদি বাসস্থান ও শ্রম আইনে গ্রেফতার ১৩ হাজার ৯৩১

বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় সৌদি আরবে এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্টের উল্লেখ করে খবরটি প্রকাশ করেছে অ্যারাবিয়ান বিজনেস।

প্রতিবেদনে বলা হয়ে, দেশটির একাধিক নিরাপত্তা সংস্থা গত ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতারদের মধ্যে বাসস্থান আইন লঙ্ঘন করেছে সাত হাজার ৬৬৭ জন। সীমান্ত নিরাপত্তা ও শ্রম বিধি লঙ্ঘন করেছে যথাক্রমে চার হাজার ১০৮ ও দুই হাজার ১৫৬ জন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো বলেছে, এর মধ্যে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশে চেষ্টাকালে ৮৭৪ জনকে আটক করা হয়। দেশ ছাড়ার চেষ্টাকালেও কয়েকজন আটক করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন