তাঁর সংগ্রহে ৭০ হাজার পেনসিল

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১৪:০২

দেশলাই, ডাকটিকিট থেকে শুরু করে গাড়ি—কত কিছুই না মানুষ শখের বশে সংগ্রহ করে থাকেন। তেমনই এক শৌখিন সংগ্রাহকের সন্ধান পাওয়া গেল যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে। তাঁর সংগ্রহে রয়েছে ৬৯ হাজার ২৫৫টি আলাদা ধরনের পেনসিল! অর্থাৎ এর কোনোটির সঙ্গে কোনোটির মিল নেই।


সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের জন্য ওই পেনসিলগুলো গণনা করা হয়েছে। এখন আনুষ্ঠানিক স্বীকৃতির অপেক্ষা। তবে এ জন্য সময় লাগতে পারে তিন মাস।


এই পেনসিল সংগ্রাহকের নাম অ্যারন বার্থলমি। বয়স ৩৬ বছর। বাড়ি আইওয়া অঙ্গরাজ্যের কোফ্যাক্স শহরে। তাঁর সংগ্রহগুলো সেখানকার জাদুঘর ‘কোফ্যাক্স হিস্টরিক্যাল সোসাইটি মিউজিয়ামে’ রাখা আছে। সম্প্রতি গিনেস রেকর্ডসের নিয়ম মেনে সেখানেই পেনসিলগুলো গণনা করা হয়েছে।


অ্যারন বার্থলমি বলেন, তাঁর পেনসিল সংগ্রহ শুরু প্রাক্-প্রাথমিকে পড়ার সময় থেকে। তখন তাঁকে একজন শিক্ষক একটি বর্ণিল পেনসিল উপহার দিয়েছিলেন, যা তাঁকে ভীষণভাবে আকৃষ্ট করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও