মোশাররফ করিম যখন হুগলির ‘দাউদ ইব্রাহিম’!
বছর দুয়েক আগে টলিউডে অভিষেক হয় বাংলাদেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের। ব্রাত্য বসুর নির্মাণে ‘ডিকশনারি’ ছবির মাধ্যমে তাকে প্রথমবার কলকাতার মানুষ বড় পর্দায় দেখে। ছবিটি প্রশংসাও পায় বেশ। সেই সুবাদে একই নির্মাতার নতুন ছবিতেও ডাক পান মোশাররফ। ২০২১ সালের মে মাসেই আসে ছবিটির ঘোষণা।
দুই বছর পর অবশেষে সামনে এলো সেই সিনেমার ঝলক। ফার্স্টলুক দিয়ে প্রচারণা পর্ব শুরু করলেন নির্মাতা-প্রযোজকরা। ছবিটির নাম ‘হুব্বা’। ফার্স্টলুকে দেখা গেলো, গলায় গাঁদা ফুলের মালা জড়িয়ে হাসছে হুব্বা, হাতে রয়েছে পিস্তল। তার দুই পাশে আটজন সহকারী একই ভঙ্গিমায় তাকিয়ে।
ছবিটির গল্প আবর্তিত হয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ঘটনায়। নব্বই দশকের শেষ দিকে যার আধিপত্য ছিল হুগলিজুড়ে। তাকে বলা হতো ‘হুগলির দাউদ ইব্রাহিম’। খুন, মারামারি, মাদক পাচার ইত্যাদি বহু অপরাধে জড়িত ছিল হুব্বা। অসংখ্য মামলা ছিল তার নামে। সেসব কাটিয়ে নির্বাচনেও দাঁড়িয়েছিল হুব্বা। নানা নাটকীয়তায় ভরা তার জীবনের সমাপ্তি ঘটে ২০১১ সালে; বৈদ্যবাটির খালে পাওয়া যায় তার ভাসমান মরদেহ।
- ট্যাগ:
- বিনোদন
- কলকাতার সিনেমা
- মোশাররফ করিম