![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F400x225x1%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F23%2F-3cf3757b435c6392ab6b4309bdc62cf9.jpg%3Fjadewits_media_id%3D869911)
ওয়াশরুমে যেতে বাধা, উড়োজাহাজের মেঝেতেই প্রস্রাব
যাত্রীবাহী এয়ারলাইন্সে ইদানিং যাত্রীদের সঙ্গে ক্রুদের বাকবিতণ্ডার বিষয়টি যেন স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে মাঝআকাশে এক নারী বিমানের মেঝেতে প্রস্রাব করে আলোচনায় এসেছেন। তার অভিযোগ, বিমানের ওয়াশরুম ব্যবহারে বাধা দেওয়ায় এমন উদ্ভট ঘটনা ঘটিয়েছেন তিনি।
সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ওই ফ্লাইটে থাকা নারীকে কয়েক ঘণ্টা ওয়াশরুমে যেতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রভিত্তিক স্পিরিট এয়ারলাইন্স পরিচালিত একটি ফ্লাইটে।
ওই নারীর দাবি, তিনি দুই ঘণ্টা অপেক্ষা করেছিলেন। একপর্যায়ে ধরে রাখতে না পেরে বিমানের মেঝেতে প্রস্রাব করেন।
ঘটনাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ নিয়ে ক্রুদের সঙ্গে তার বাকবিতণ্ডাও হয়েছে কিছুক্ষণ। এ বিষয়ে সমালোচনা করেছেন অন্যান্য যাত্রীরা।
- ট্যাগ:
- জটিল
- নারী
- উড়ন্ত বিমান
- প্রস্রাব
- মেঝে