![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F1200x630x1xxxxx1%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F23%2Fbigstock-Coffee-Cup-Cup-Of-Coffee-1375146-966bf0a545713b78cf2d11d790d4ae35.jpg)
কফির কার্যকরী ১০ ব্যবহার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১৪:০০
এক কাপ ধোঁয়া ওঠা গরম কফি ছাড়া দিনটা যেন শুরুই হয় না আমাদের। এক কাপ কফি যেমন আমাদের চনমনে করতে পারে, তেমনি গৃহস্থালি নানা কাজেও আপনাকে সাহায্য করতে পারে। ভাবছেন কীভাবে? জেনে নিন সেটাই।
১। লবণ এবং চিনির আর্দ্রতা রোধ করে
বর্ষায় বাতাসে আর্দ্রতার মাত্রা বাড়ে। এটি সরাসরি আমাদের রান্নাঘরে সংরক্ষিত মসলা এবং খাদ্য উপাদানের উপর প্রভাব ফেলে। লবণ এবং চিনি স্যাঁতসেঁতে হয়ে যাওয়া থেকে রক্ষা পেতে চাইলে বয়ামে কফি বিন রেখে দিন।
- ট্যাগ:
- লাইফ
- ব্যবহার
- কফি
- কার্যকরী উপায়