বিএনপির পদযাত্রা ঘিরে ২২ মামলায় ১৫ হাজার আসামি
প্রথম আলো
প্রকাশিত: ২৩ জুলাই ২০২৩, ১১:৩২
বিএনপির পদযাত্রা কর্মসূচি ঘিরে হামলা, সহিংসতা, ভাংচুর, সরকারি কাজে বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগে রাজধানী ঢাকাসহ দেশের ৯টি জেলায় দলটির নেতা–কর্মীদের বিরুদ্ধে ২২টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিসহ প্রায় ১৫ হাজার জনকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় দলটির ১১৮ নেতা–কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্তমান সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আন্দোলন করছে বিএনপি। এই আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল পদযাত্রা। ১৮ জুলাই ঢাকা মহানগরীসহ সারা দেশে সব মহানগর ও জেলায় এবং ১৯ জুলাই ঢাকায় এই কর্মসূচি পালন করে বিএনপি। সরকারবিরোধীদের এই কর্মসূচিতে বিভিন্ন জায়গায় হামলার ঘটনা ঘটে। এরপর ৯টি জেলায় বিএনপির নেতা–কর্মীদের নামে এসব মামলা দেওয়া হয়। পুলিশের পাশাপাশি কোথাও কোথাও সরকারি দলের কর্মী–সমর্থকেরাও মামলার বাদী হয়েছেন।