কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মে মাসে কার্ডভিত্তিক লেনদেন বেড়েছে ৪৬ শতাংশ

সমকাল প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ২৩:০১

টাকা জমা বা তুলতে ব্যাংকের শাখায় না গিয়ে কার্ডভিত্তিক লেনদেনে গ্রাহকের আগ্রহ বাড়ছে। এতে করে সময় ও খরচ হচ্ছে কম। আবার নগদ বহনের ঝুঁকি নিতে হচ্ছে না। গত মে মাসে বিভিন্ন ব্যাংকের কার্ডের বিপরীতে মোট ৪২ হাজার ১২১ কোটি টাকার লেনদেন হয়েছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৩ হাজার ৩৪৪ কোটি টাকা বা ৪৬ দশমিক ৪৩ শতাংশ বেশি।


সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারি শুরুর পর কার্ডভিত্তিক লেনদেনে গ্রাহকের আগ্রহ আগের তুলনায় বাড়তে থাকে। এখন নতুন করে শাখা বা স্পর্শযোগ্য ডিভাইস ছাড়াই লেনদেনের বিভিন্ন উপায় বের করছে কেন্দ্রীয় ব্যাংক। সময়ের প্রয়োজনে শাখা ছাড়া ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগ্রহীদের কাছ থেকে গত ২১ জুন থেকে আগামী ১ আগস্টের মধ্যে আবেদন নেবে কেন্দ্রীয় ব্যাংক। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও