You have reached your daily news limit

Please log in to continue


সিস্টেম অ্যাডমিন দিবস উদ্‌যাপনের উদ্যোগ

বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিভাগে কর্মরত সিস্টেম অ্যাডমিনদের সম্মান জানাতে সারা বিশ্বে জুলাই মাসের শেষ শুক্রবার সিস্টেম অ্যাডমিন দিবস উদ্‌যাপন করা হয়। বৈশ্বিক এ উদ্যোগের অংশ হতে বাংলাদেশে ২৮ জুলাই ‘সিস্টেম অ্যাডমিন ডে–২০২৩’ উদ্‌যাপন করবে বাংলাদেশ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরস ফোরাম (বিডিসাফ)। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।

বিডিসাফের আহ্বায়ক জোবায়ের আল মাহমুদ হোসেন জানিয়েছেন, সিস্টেম অ্যাডমিন দিবসে তথ্যপ্রযুক্তিভিত্তিক অবকাঠামোর হালনাগাদ প্রযুক্তি নিয়ে কারিগরি কর্মশালা আয়োজন করা হবে। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ভবনে আয়োজিত এসব কর্মশালায় কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেইন এবং সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা করা হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে প্রায় পাঁচ হাজার সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কাজ করছেন। দেশ–বিদেশের সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরদের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ দিতে কাজ করছে বিডিসাফ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন