You have reached your daily news limit

Please log in to continue


ইউক্রেনের বিরুদ্ধে বিতর্কিত ক্লাস্টার বোমা ব্যবহারের অভিযোগ

ইউক্রেনের বিরুদ্ধে ক্লাস্টার বোমা হামলার অভিযোগ তুলেছে রাশিয়া। রুশ সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের একটি গ্রামে শুক্রবার এই হামলা চালানো হয়।

স্থানীয় গভর্নর ভ্যাচেস্লাভ গ্ল্যাডকভ ২২ জুলাই টেলিগ্রামে বলেছেন, বেলগোরোদ জেলায় ২১টি আর্টিলারি শেল ও মাল্টিপল-লঞ্চ রকেট সিস্টেম থেকে ঝুরাভলেভকা গ্রামে তিনটি ক্লাস্টার বোমা ছোড়া হয়েছে। এ ঘটনায় কিয়েভের পক্ষ থেকে প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনে পাঠানো গোলাবারুদের মজুত ফুরিয়ে আসছে উল্লেখ করে সম্প্রতি দেশটিকে সহায়তায় ক্লাস্টার বোমা পাঠানোর ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এরই অংশ হিসেবে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়তে বোমার চালান হাতেও পেয়েছে জেলেনস্কির বাহিনী। বিতর্কিত বোমা পাঠানোয় ব্যাপক ক্ষুব্ধ ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের মিত্ররাও বাইডেনের এমন পদক্ষেপে খুশি হতে পারেনি। এই বোমা সরবরাহের বিপক্ষে তারা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন