চীনের কর্তৃপক্ষকে সমালোচনার পর জ্যাক মার সম্পদ অর্ধেক কমেছে
তিন বছর আগে জ্যাক মার যে পরিমাণ সম্পদ ছিল, এখন তা অর্ধেকে নেমে এসেছে বলে ধারণা করা হয়। তিন বছর আগে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, আর সেই বক্তৃতাই তাঁর কোম্পানি অ্যান্টের শেয়ার তালিকাভুক্তিকেই ঝামেলায় ফেলে দিয়েছিল। সেই সময় অ্যান্টের তালিকাভুক্তিকে মনে করা হচ্ছিল শেয়ারবাজারে সবচেয়ে বড় শেয়ার ছাড়ার ঘটনা।
সিএনএন জানায়, ব্লুমবার্গের বিলিয়নিয়ার ইনডেক্স গত সপ্তাহে এমন ধারণা দিয়েছে যে গত বছরের তুলনায় এই বিজনেস মোগলের সম্পদ ৪১০ কোটি ডলার কমেছে। এর কারণ, অ্যান্ট গ্রুপের শেয়ারের ব্যাপক মূল্যপতন। এই আর্থিক প্রযুক্তিবিষয়ক কোম্পানিটির তিনি একজন সহপ্রতিষ্ঠাতা, তবে এখন আর তিনি এটির নিয়ন্ত্রণে নেই।
অ্যান্ট গ্রুপে জ্যাক মার ৯ দশমিক ৯ শতাংশ শেয়ারের মালিক। তিনি ই-কমার্স কোম্পানি আলিবাবারও সহপ্রতিষ্ঠাতা।
একসময় জ্যাক মা ছিলেন এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। তাঁর এখন সম্পদের পরিমাণ তিন হাজার কোটি ডলার। তাঁর সম্পদ সবচেয়ে বেশি ছিল ২০২০ সালে। সে সময় তাঁর সম্পদের পরিমাণ ছিল ৬ হাজার ১২০ কোটি ডলার। কিন্তু ওই ২০২০ সালেই তিনি ঝামেলায় পড়েন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- সম্পদ
- কমেছে
- জ্যাক মা