পুকুরের গভীরতার কারণেই মৃতের সংখ্যা বেড়েছে: ফায়ার সার্ভিস

বিডি নিউজ ২৪ ঝালকাঠি প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ২০:৩৬

ঝালকাঠিতে দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাসটি যে পুকুরে পড়েছিল সেটির গভীরতা বেশি হওয়ায় হতাহতের পরিমাণ বেড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। 


ঝালকাঠি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ফিরোজ কুতুবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুকুরটির গভীরতা অনেক বেশি ছিল। তাই পুকুরে পড়েই বাসটি উল্টে যায়। এই কারণে মৃতের সংখ্যা বেশি হয়েছে।” 


তিনি বলেন, পুকুরটির গভীরতা অন্তত ২০ ফুট। জেলা প্রশাসকের নির্দেশে পুকুরের সম্পূর্ণ পানি সেচে দেখা হয়েছে কোনো যাত্রী নিচের কাদায় আটকে আছেন কি না। পরে নতুন কোনো মৃতদেহ না পাওয়ায় সন্ধ্যা ৬টার দিকে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

দুর্ঘটনা কীভাবে ঘটল সে সম্পর্কে এখনই স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি বলেও জানান তিনি। 


শনিবার সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় খুলনা-ঝালকাঠি সড়কে যাত্রীবাহী বাসটি উল্টে পুকুরে পড়ে ১৭ জন নিহত হন। আহত হয়েছেন ১৮ জনের বেশি।


বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং বাসটি উল্টে রাস্তার পাশে পুকুরে পড়ে যায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও