![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x506x1%2Fuploads%2Fmedia%2F2023%2F07%2F22%2F-7918a2e8bba733766bbc961fa9286578.jpg%3Fjadewits_media_id%3D869808)
ঘরে স্ত্রীর গলা কাটা লাশ, স্বামী পলাতক
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে আসমা বেগম (২৭) নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২২ জুলাই) দুপুরে স্বামীর বাড়ির ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে আসমার স্বামী ইয়াছিন পলাতক রয়েছেন।
উজানচর ইউনিয়নের চেয়ারম্যান কাজী জাদিদ আল রহমান জনি বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি। এটি হত্যাকাণ্ড বলে আমাকে জানিয়েছেন আসমার প্রতিবেশীরা। এক অনুষ্ঠানে থাকায় সেখানে যেতে পারিনি। পুলিশকে খবর দিয়েছি। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে পুলিশ।’
বাঞ্ছারামপুর থানার ওসি নূরে আলম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পারিবারিক কলহের জেরে আসমাকে তার স্বামী ইয়াছিন গলা কেটে হত্যা করেছেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা। ঘটনার পর থেকে ইয়াছিন পলাতক রয়েছেন। পুরো বিষয়টি তদন্ত করে দেখছি আমরা। সেইসঙ্গে ইয়াছিনকে আটক করতে অভিযান শুরু হয়েছে।’
- ট্যাগ:
- বাংলাদেশ
- গলাকাটা লাশ
- স্বামী পলাতক