১৫ হাজার বার্বি ডল আছে যে নারীর কাছে
প্রথম আলো
প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৬:৩৩
বার্বি ডল পছন্দ করেন না, এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন। তবে এটাও সত্য, সুন্দর এই পুতুলগুলো সবচেয়ে বেশি পছন্দ করেন জার্মানির এক নারী। তাঁর নাম বেটিনা ডর্ফম্যান।
বয়স ৬২ বছর হলেও বেটিনা এখনো পুতুল ভালোবাসেন। বার্বি তাঁর এতই প্রিয় যে তিনি রীতিমতো একটি সংগ্রহশালা গড়ে তুলেছেন। ১টি, ২টি বা ১০টি নয়, বরং ১৫ হাজার বার্বি রয়েছে বেটিনার কাছে। আর এই বার্বিগুলোও নানা ধরনের।
বেটিনার এই সংগ্রহ নিয়ে গতকাল শুক্রবার (২১ জুলাই) গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তিন দশক আগে থেকে তিনি বার্বি সংগ্রহ শুরু করেন।