You have reached your daily news limit

Please log in to continue


ব্যক্তিগত সহকারীর সঙ্গে ‘লিভ-ইন’ সম্পর্কে রেখা!

বলিউডের এভারগ্রিন তারকা রেখা। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন, পেয়েছেন অসামান্য সাফল্য। তবে তার ব্যক্তিগত জীবন বরাবরই কৌতূহল আর রহস্যে ভরা। অমিতাভ বচ্চনের সঙ্গে গভীর প্রেম কিংবা বিয়ের মাত্র সাত মাস পরই স্বামীর আত্মহত্যা; অনেক কিছুতেই রেখার জীবন আলোচনার টেবিল গরম করেছিল।

তবে এবার যে বিষয়টি সামনে এলো, তা যেন সব ছাপিয়ে গেলো। ব্যক্তিগত সহকারী ফারজানার সঙ্গে নাকি ‘লিভ-ইন’ সম্পর্কে রয়েছেন অভিনেত্রী! তার জীবনের কিছু অজানা বিষয় নিয়ে লেখা বই ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’তে বিষয়টি উঠে এসেছে। এটি লিখেছেন ইয়াসির উসমান।

বইটিতে লেখা রয়েছে, ‘রেখার জন্য ফারজানা উপযুক্ত সঙ্গী। তিনি (ফারজানা) তার উপদেষ্টা, বন্ধু এবং সমর্থক। সহজ কথায়, তাকে ছাড়া রেখা বাঁচতে পারেন না। বিশ্বস্ত সেক্রেটারি ফারজানার সঙ্গে রেখার সম্পর্ক রয়েছে বলে দাবি করেন কেউ কেউ। রেখার বেডরুমে কেবল ফারজানার প্রবেশ অধিকার রয়েছে, এমনকি গৃহপরিচারিকাও সেখানে প্রবেশ করতে পারেন না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন