রহস্যজনকভাবে সমুদ্র উপকূলে ২ হাজার মৃত পেঙ্গুইন!

চ্যানেল আই উরুগুয়ে প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৫:২৮

গত ১০ দিনে পূর্ব উরুগুয়ের উপকূলে প্রায় ২,০০০ পেঙ্গুইন মৃত অবস্থায় ভেসে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পেঙ্গুইনগুলো এভিয়ান ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে মারা গেছে।


এনডিটিভি জানিয়েছে, মৃত পেঙ্গুইনগুলো ম্যাগেলানিক নামক একটি বিশেষ প্রজাতির পেঙ্গুইন। এই পেঙ্গুইনগুলোর বেশিরভাগই শিশু অবস্থায় আটলান্টিক মহাসাগরে মারা গেছে। পরে স্রোতে ভেসে তাদের মৃতদেহগুলো উরুগুয়ের সমুদ্র উপকূলে এসে পড়ে।


উরুগুয়ের পরিবেশ মন্ত্রণালয়ের প্রাণী বিভাগের প্রধান কারমেন লেইজাগোয়েন জানান, পেঙ্গুইনগুলোর সমুদ্রের পানিতেই মৃত্যু হয়েছে। এদের মধ্যে নব্বই শতাংশেরই শরীরে চর্বি ছিল না এমনকি পাকস্থলীতেও খাবার ছিল না। মৃত পেঙ্গুইনগুলো থেকে সব নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তবে এদের মধ্যে এখনও ধারণাকৃত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা রোগের কোনো লক্ষণ পাওয়া যায়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও