কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

উদ্যানে প্রবেশের একটি ফটক, সড়কে যুবদল-ছাত্রদলের নেতা-কর্মীরা

প্রথম আলো সোহরাওয়ার্দী উদ্যান প্রকাশিত: ২২ জুলাই ২০২৩, ১৪:০২

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘দেশ বাঁচাতে’ তারুণ্যের সমাবেশের আয়োজন করেছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বেলা দুইটায় সমাবেশ হলে সকাল থেকে নেতা-কর্মীরা সেখানে আসতে শুরু করেছেন। তবে উদ্যানের ভেতরে সমাবেশস্থলে মাত্র একটি ফটক দিয়ে ঢোকার সুযোগ পাচ্ছেন তাঁরা।


কেবল একটি ফটক দিয়ে ঢোকার সুযোগ থাকায় সামনের সড়কে হাজার হাজার নেতা-কর্মীর ভিড় জমেছে। এতে বন্ধ হয়ে গেছে সড়কের যান চলাচল। এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট।


আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহবাগ, রমনা পার্ক ও মৎস্য ভবন মোড় এলাকায় গিয়ে এমন পরিস্থিতি দেখা গেছে।


দুপুর সোয়া ১২টার দিকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকের সামনে গিয়ে দেখা যায়, ফটকটি ভেতর থেকে তালাবদ্ধ। উদ্যানের ভেতরের দিকে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরবর্তীকালে রমনা কালী মন্দির-সংলগ্ন ফটক এবং জাতীয় তিন নেতার মাজার-সংলগ্ন ফটকে গিয়েও একই অবস্থা দেখা যায়।


এসব ফটক দিয়ে কেউ উদ্যানে প্রবেশ করতে চাইলেই পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হচ্ছে, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটক দিয়ে প্রবেশ করতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও